খড়গপুর ১: দশমীর তিন দিন পরেও খড়্গপুরের প্রেম বাজারে পূজো মন্ডপে ভিড়
দশমি পেরিয়েছে প্রায় তিন দিন আগে, এখনো ভিড় পুজ মণ্ডপে। চলতি মাসের গত ২ তারিখ ছিল দশমী। আজ শনিবার চারই অক্টোবর, খড়গপুরের বেশ কিছু পূজো মন্ডপে দেখা গেল এদিন সন্ধ্যাতেও দর্শনার্থীদের ভিড়। এদিন সন্ধ্যা প্রায় সাড়ে আটটা নাগাদ খড়গপুরের প্রেমবাজার সার্বজনীন দূর্গা পূজার নজর কাড়া থিম মিনি দুবাই দেখতে ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়।