দিনহাটায় গ্রেটার নেতা বংশী বদন ও অনন্ত মহারাজ কে মুকুট পড়া নিয়ে কটাক্ষ সাংসদ জগদীশের। শনিবার বিকেল ৪:৩০ মিনিটে কিসামত দশগ্রামে সভায় বক্তব্য রাখেন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া।তিনি বলেন মহারাজার টুপি পড়ে ঘোরাঘুরি করেন সাংসদ অনন্ত মহারাজ এবং বংশী বদন বর্মন। মহারাজা ছাড়া আর কারো এ ধরনের টুপি পরার অধিকার নেই। কাজেই টুপি পরে প্রকৃতপক্ষে কোচবিহারের যে মহারাজারা ছিলেন তাদের অপমান করা হচ্ছে।