মাথাভাঙা ১: শুভ দশমী তিথিতে মাথাভাঙ্গার বিভিন্ন দুর্গা মন্ডপে সিঁদুর খেলায় মাতোয়ারা মহিলারা
আজ শুভ দশমী, বৃহস্পতিবার বেলা বারোটা থেকে মাথাভাঙ্গার বিভিন্ন পুজো মণ্ডপ গুলিতে মা দুর্গাকে বরণ করা হয় এবং সিঁদুর দেওয়া হয় এছাড়া বিভিন্ন পূজো মণ্ডপ গুলিতে শিখ মা দুর্গাকে সিঁদুর দেওয়ার জন্য ব্যাপক ভিড় ছিল চোখে পড়ার মতন। সেই সঙ্গে মা দুর্গাকে বিদায় জানানো হয়। দশমী পূজা অর্চনা শেষ পর হওয়ার পরেই মহিলাদের বিভিন্ন মন্ডপে তাদের সিঁদুরদান এবং সিঁদুর খেলায় মাতোয়ারা হন। সব মিলিয়ে জমজমাট এই সিঁদুর খেলা।