কৃষ্ণনগর ১: নদীয়ার নতুন জেলাশাসক হচ্ছেন অনীশ দাশগুপ্ত IAS
নদীয়ার জেলাশাসক হচ্ছেন অনীশ দাশগুপ্ত। ২০১৬ সালের IAS ক্যাডারের ব্যাচ অনীশ দাশগুপ্ত দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত জেলা শাসক হন। এর আগে তিনি তেহট্ট মহকুমা শাসক ছিলেন। অনীশ দাশগুপ্ত নদীয়ার অতিরিক্ত জেলাশাসক ভূমি ও ভূমি সংস্কার ছিলেন।