বর্ধমান ১: অভিষেক বন্দ্যোপাধ্যায় জন্মদিন উপলক্ষে তার সুস্থতা কামনা করে বর্ধমান সর্বমঙ্গলা মন্দিরে হোম যজ্ঞ ও পুজো করলো বিধায়ক
শুক্রবার দুপুরে একটা নাগাদ বিধায়ক খোকন দাস বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে তৃনমূল কংগ্রেস ছাত্র পরিষদের উদ্যোগে সর্বমঙ্গলা মন্দিরে প্রত্যেক বছরই বড়ো করে যজ্ঞের আয়োজন করা হয়, এবছরও করা হয়েছে। অভিষেক বন্দোপাধ্যায়ের সুস্থ থাকা, ভালো থাকার জন্য মঙ্গল কামনাতেই এদিনের এই পুজো ও যজ্ঞ। এদিন বিধায়ক ছাড়াও নীলা মুন্সি, স্বরাজ ঘোষ, তন্ময় সিংহ রায় প্রমুখরা উপস্থিত ছিলেন। যজ্ঞের পরে কিছু মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়।