নিতুড়িয়া: নিতুড়িয়ার ডিসেরগড় ঘাট এলাকা থেকে উদ্ধার হওয়া আহত বৃদ্ধর মৃত্যু
পুরুলিয়ার নিতুড়িয়া থানার অন্তর্গত ডিসেরগড় ঘাট এলাকা থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত পরিচয় বৃদ্ধর মৃত্যু হল।জানা যায় আনুমানিক বছর 75র অজ্ঞাত পরিচয় ঐ বৃদ্ধকে নিতুড়িয়া থানার পুলিশ গত মাসের 28শে অক্টোবর ডিসেরগড় ঘাট এলাকা থেকে আহত অবস্হায় উদ্ধার করে রঘুনাথপুর সুপার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে ।চিকিৎসাধীন অবস্হায় শনিবার সকালে তার মৃত্যু হলে পুলিশ হাসপাতাল থেকে দেহটি উদ্ধার করে ঐ বৃদ্ধর মৃত্যুর আসল কারণ জানতে দেহটি PM পাঠায়।