পাড়া: সাঁওতালডি ১নং গেট সার্বজনীন দূর্গা পূজায় মহাঅষ্টমীর সন্ধ্যায় ম্যাজিক শো দেখতে উপচে পড়লো মানুষের ভিড়
Para, Purulia | Sep 30, 2025 পুরুলিয়া জেলার সাঁওতালডি তাপবিদ্যুৎ কেন্দ্র এক নং গেট সার্বজনীন দূর্গা পূজা এবছর পদার্পণ করলো ৩২ তম বর্ষে। প্রতিবছরের মতো এবারও বিশাল জাঁকজমক সহকারে দূর্গা পূজার আয়োজন করেছে পূজো কমিটি। মঙ্গলবার মহাঅষ্টমীর দিনে রাত আটটা নাগাদ পুরুলিয়া জেলার রঘুনাথপুর এলাকার প্রসিদ্ধ ম্যাজিসিয়ান যাদব দে র ম্যাজিক শো দেখতে আট থেকে আশি উপচে পড়লো মানুষের ঢল।