গঙ্গারামপুর: ৩৫ তম বর্ষের দুর্গাপুজোয় "আত্মশুদ্ধি" থিম তুলে
গঙ্গারামপুর নাট্য সংসদ ক্লাবের
৩৫ তম বর্ষের দুর্গাপুজোয় "আত্মশুদ্ধি" থিম তুলে ধরে চমক দিতে চলেছে গঙ্গারামপুরের ঐতিহ্যবাহী ক্লাব নাট্য সংসদ।সোমবার মঙ্গলবার দুপুর ৩ টা নাগাদ এমনি দৃশ্য দেখা গেলো।হাতে মাত্র আর কয়েকটা দিন তারপরেই দুর্গা পুজোতে মাতবে আপামর বাঙালি। তাই এখন দিনরাত এক করে কাজ করে চলেছে প্যান্ডেল ও প্রতিমা শিল্পীরা।দুর্গা পূজোর পাশাপাশি অন্যান্য সমাজ সেবামূলককাজকর্ম করেন তারা।