কলকাতা: কলকাতা মেট্রোতে বাড়ছে সুরক্ষা: এআই নজরদারিতে আরও কড়াকড়ি
দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের বাইরে ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণে ১৫ জন নিরীহ মানুষের মৃত্যুর পর সারা দেশের মেট্রো নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই কলকাতা মেট্রো কর্তৃপক্ষ এ বার সুরক্ষা জোরদার করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার দীর্ঘ বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে কর্তৃপক্ষ।