মানবাজার ১: মানবাজারের দুয়াসিনি এলাকায় পথ দূর্ঘটনায় গুরুতর আহত হলেন এক ব্যাক্তি
পথ দূর্ঘটনায় গুরুতর আহত হলেন এক ব্যাক্তি।শুক্রবার আনুমানিক সকাল দশটা নাগাদ পথ দুর্ঘটনাটি ঘটে মানবাজার থানার দুয়াসিনি নদী ঘাটের সামনে।স্থানীয় সূত্রে জানা যায় বাইক নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় ওই ব্যাক্তি।আহত ওই ব্যাক্তির নাম হারাধন ঘোষ।পরবর্তীকালে আহত অবস্থায় ওই ব্যাক্তিকে উদ্ধার করে মানবাজার গ্রামীন হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক উন্নতর চিকিৎসার জন্য বাঁকুড়া ম্যাডিকেল কলেজে স্থানান্তরিত করে।