কলকাতা: লেক কালীবাড়িতে কালীপুজোয় পুজো দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
কালীপুজোর পবিত্র দিনে লেক কালীবাড়িতে পুজো দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীপুজোয় তাঁর উপস্থিতিতে জমে ওঠে লেক কালীবাড়ি প্রাঙ্গণ। অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্দিরে প্রবেশ করে পূজার্চনা সম্পন্ন করেন এবং রাজ্যবাসীর মঙ্গল কামনায় প্রার্থনা করেন।এদিন পুজো উপলক্ষে নিরাপত্তার বিশেষ ব্যবস্থা করা হয়েছিল। কলকাতা পুলিশের পক্ষ থেকে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়।