কোচবিহার ১: ভেনাস স্কয়ার ক্লাবের উদ্যোগে বাস্তদান শিবির
সোমবার দুপুর একটা নাগাদ কোচবিহার ভেনাস স্কয়ার ক্লাবের পক্ষ থেকে সমাজে পিছিয়ে পড়া মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিল।। প্রতিবছর দুর্গাপূজকের সামনে থেকে তারা এই বস্ত্র দান শিবিরেরওআয়োজন করে থাকে। এ বছর ও তারা মহা সপ্তমীর দিন এই বস্ত্রদান শিবিরের আয়োজন করল