ইংরেজবাজার: শ্রমশ্রী প্রকল্প নিয়ে মালদা জেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হলো বৈঠক
শ্রমশ্রী প্রকল্পের সুবিধা আবেদনকারী পরিযায়ী শ্রমিকদের মধ্যে যথাযথভাবে পৌঁছে দিতে উদ্যোগী হল রাজ্য সরকার। উদ্যোগের অঙ্গ হিসেবে' মঙ্গলবার শ্রমশ্রী প্রকল্পের কাজকর্মের অগ্রগতি খতিয়ে দেখতে মালদায় এলেন রাজ্যের পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ডের চেয়ারম্যান তথা রাজ্যসভার সাংসদ সামিউল ইসলাম। এদিন তিনি মালদায় এসে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন। জেলা প্রশাসনিক ভবনে আয়োজিত এই বৈঠকে হাজির ছিলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।