ইংরেজবাজার: ঝলঝলিয়া এলাকায় অনুষ্ঠিত হল জিতিয়া করম পরম উদযাপন অনুষ্ঠান
মালদা শহরের ঝলঝলিয়া এলাকায় রবিবার সন্ধ্যা আনুমানিক সাত টা নাগাদ এস সি এস টি রেলওয়ে ইমপ্লয়ীস এসোসিয়েশন আদিবাসী সংগঠনের উদ্যোগে জিতিয়া করম পরম উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। মালদা শহরে চাকরিজীবী আদিবাসীরা সহ দূর-দূরান্ত থেকে আশা আদিবাসীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এছাড়া সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সৌমিত্র সরকার সহ বিভিন্ন আধিবাসী সংগঠনের কর্তৃপক্ষরা। সেই অনুষ্ঠানে ধামসা মাদলের তালে নাচ গানে মেতে ওঠেন আদিবাসী ভাই বোনেরা।