বলাগড়: বলাগড় ও পান্ডুয়ায় নিশিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে অভিযান হুগলি জেলা পুলিশ গ্রামীনের
নিশিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে অভিযান হুগলি জেলা পুলিশ গ্রামীনের। আজ বুধবার সন্ধ্যা ৭ টা নাগাদ পুলিশ সূত্রে জানা যায় আসন্ন দীপাবলিতে দুর্ঘটনা রুখতে ও দূষণ রুখতে হুগলি জেলা পুলিশ গ্রামীণ এর পক্ষ থেকে গতকাল রাতে বলাগর থানার একতারপুর এলাকায় অভিযান চালিয়ে সেখান থেকে তুবড়ি কালি পোটকা চকলেট বোমা সহ অন্যান্য মোট ১৬৮ কেজি অবৈধ শব্দবাজি উদ্ধার করে। এছাড়াও ঐ দিন পান্ডুয়া থানার রামেশ্বরপুর এবং তিন্না এলাকায় অভিযান চালিয়ে মোট 40 কেজি বেআইনি শব্দবাজি উদ্ধার,,