সল্টলেকে আই প্যাক অফিসে ইডি হানার প্রতিবাদে দলনেত্রী তথা মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বৃহস্পতিবার সন্ধ্যা ছটা থেকে হাড়োয়া ব্লকের মাজমপুর এলাকায় প্রতিবাদ মিছিল ও পথসভার আয়োজন করা হয় হাড়োয়া ব্লক ২ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। উপস্থিত ছিলেন হাড়োয়া এবং মিনাখাঁ বিধানসভার কো-অর্ডিনেটর আব্দুল খালেক মোল্লা,ব্লক সভাপতি ফরিদ জমাদার,যুব সভাপতি অতনু সরদার সহ শতাধিক তৃণমূল কর্মী ও সমর্থকরা।