ভাতার: ভাতারের এরুয়ার হাইস্কুলে তিন দিনব্যাপী ন্যাশনাল দাবা প্রতিযোগিতার সমাপ্তি ঘটলো রবিবার বিধায়কের উপস্থিতিতে
ভাতারের এরুয়ার হাইস্কুলে তিন দিনব্যাপী ন্যাশনাল দাবা প্রতিযোগিতার সমাপ্তি ঘটলো রবিবার বিধায়ক মানগোবিন্দ অধিকারীর হাত ধরে। ভাতারের এরুয়ার উদয়াচল ক্লাবের উদ্যোগে ন্যাশনাল দাবা প্রতিযোগিতা শুরু হয়েছিল গত দুদিন আগে আজ শেষ হলো সেই প্রতিযোগিতা। তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে 208 টি দল অংশগ্রহণ করেছিল এই খেলায়। খেলার আনুষ্ঠানিক সূচনা করেছিলেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার শায়ক দাসও বিধায়ক গোবিন্দ অধিকারী।