নারায়ণগড়: রানীসরাই অঞ্চল তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী আয়োজিত হলো
পশ্চিম মেদিনীপুরের নারায়নগড় ব্লকের রানিসরাই অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মিলনী আয়োজিত হলো শনিবার। মূলত বিধানসভা নির্বাচনের আগে সংগঠনকে চাঙ্গা ও আরো মজবুত করার উদ্দেশ্য নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলি বিজয় সম্মিলনী করছে সেই মতো এদিন আয়োজিত হয় বিজয় সম্মিলনী অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। উপস্থিত ছিলেন বিধায়ক সূর্যকান্ত অট্ট, ব্লক সভাপতি সুকুমার জানা, মিহির চন্দ, অনাদি বারিক সহ অন্যান্যরা