পানিসাগর: জলেবাসা এলাকায় ৬০ লক্ষ টাকার বিদেশি সিগারেট জব্দ করল পুলিশ
জলেবাসা এলাকায় ৬০ লক্ষ টাকার বিদেশি সিগারেট জব্দ করল পুলিশ। নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য অর্জন করল পানিসাগর থানার পুলিশ। একটি বলেরো পিক-আপ ভ্যান আটক করে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, পানিসাগর থানার অফিসার-ইন-চার্জ ও থানার কর্মীরা পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে বিশেষ অভিযান চালায়। গোপন সূত্রে খবর পেয়ে দামছড়া –ধর্মনগর রোডের জেলেবাসা এলাকায় ফাঁদ পেতে পুলিশ একটি গাড়ি আটক করে।