বর্ধমান ১: মোবাইল দেখা নিয়ে বাড়িতে মায়ের সঙ্গে ঝগড়া করে বিষ খেয়ে আত্মঘাতী পড়ুয়া পারুই থানার খেরুলি গ্রামের ঘটনা
মোবাইল দেখা নিয়ে বাড়িতে মায়ের সঙ্গে ঝগড়া করে বিষ খেয়ে আত্মঘাতী পড়ুয়া। মৃতের নাম বৈশাখী খাতুন(১৫) বীরভূম জেলার পারুই থানার খেরুলি গ্রামে তার বাড়ি। সে বেলগ্রাম হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী ছিল। মৃতের বাবা সেখ শামসুদ্দিন জানিয়েছে গতকাল তার মায়ের সঙ্গে তার ঝগড়া অশান্তি হয় মোবাইল দেখা নিয়ে। তারপরেই সে বাড়িতে থাকা বিষ পান করে ফেলে। বিষ খাওয়ার কথা জানতে পেরে তাকে প্রথমে বোলপুর হাসপাতালে পরে Bmch নিয়ে আসা হলে সেখানে তার মৃত্যু হয়