ফরিদপুর দুর্গাপুর: বৃষ্টিকে উপেক্ষা করে পঞ্চমী রাতে উপচে পরল ভিড় দুর্গাপুরের চতুরঙ্গ সার্বজনীন দুর্গোৎসব কমিটির পূজা মন্ডপে
বৃষ্টিকে উপেক্ষা করে পঞ্চমী রাত ৯ঃ৩০ টায় উপচে পরল ভিড় দুর্গাপুরের চতুরঙ্গ সার্বজনীন দুর্গোৎসব কমিটির পূজা মন্ডপে। শনিবার সকাল থেকেই মুখ বার করেছিল আকাশ , তারই পরিপ্রেক্ষিতে দুপুর বেলায় বৃষ্টির কারণে কাদায় সৃষ্টি হলো চতুরঙ্গ দুর্গোৎসব কমিটির মাঠ। বাঙালি উৎসব শ্রেষ্ঠ দুর্গাপূজা বৃষ্টিকে উপেক্ষা করেই মন্ডপে ভিড় জমালো দর্শনার্থীরা।