মাথাভাঙা ২: পূর্ব শিলডাঙ্গা সংলগ্ন এলাকায় মৃত প্রলয় বর্মনের বাড়িতে এলেন মাথাভাঙ্গার বিধায়ক
মাথাভাঙ্গা দুই নম্বর ব্লকের পূর্ব শিলডাঙ্গা সংলগ্ন এলাকায় মৃত প্রলয় বর্মনের বাড়িতে শুক্রবার বিকেল চারটে তিরিশ নাগাদ এলেন মাথাভাঙ্গার বিধায়ক সুশীল বর্মন।তিনি এদিন মৃত ওই যুবকের বাবা তথা বিজেপি কর্মী অধীর বর্মনের সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দেন।মৃত যুবকের পরিবারের অভিযোগ তৃণমূলের মদতে ও স্থানীয় এক ক্লাবের মদতে তার ছেলেকে খুন করেছে।তিনি গোটা ঘটনা পুলিশ প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছেন।পুলিশ জানিয়েছে গোটা ঘটনার তদন্তে পুলিশ।