পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বেলদার ময়না পাড়ায় একাদশী থেকে শুরু হয়েছে রাস উৎসব। সোমবার রাশ উৎসব দেখতে ব্যাপক ভিড় মানুষের। ময়না পাড়ার এই রাস উৎসব বেলদা সহ পার্শ্ববর্তী এলাকার মানুষের কাছে এক বিশেষ উৎসব। পূর্ণিমা পর্যন্ত চলবে এই রাস উৎসব। প্রতিদিন নানা ধরনের সংকীর্তন, এবং ঠাকুরের গান রয়েছে।