ময়ূরেশ্বর ২: লোকপাড়ায় বিজয়া সম্মেলনিতে নির্বাচনের বার্তা জেলা BJP নেতৃত্বের
লোকপাড়া এই বিজয়ার সম্মেলনের অনুষ্ঠানের নির্বাচনের বার্তা দিতে দেখা গেল বোলপুর সাংগঠনিক বিজেপি জেলা নেতৃত্বের। শনিবার বৈকালে বীরভূমের ময়ূরেশ্বর চার নম্বর মন্ডল সভাপতি সুকান্ত মন্ডলের ব্যবস্থাপনায় বিজয়া সম্মেলনের আয়োজন করা হয়, লোক পাড়ার বিজেপি দলীয় কার্যালয়ের দ্বিতল ভবনে। আর সেখানেই আজ বক্তব্যের মাঝে বিজেপির জেলা নেতৃত্বদের মুখে নির্বাচনের প্রস্তুতি নিয়ে উঠে এলো বিভিন্ন প্রসঙ্গ ।