ঝালদা ১: ঝালদার চামরদাগ দুর্গাপূজা মন্ডপে আরতি ও অঞ্জলি দিতে ব্রতী দের ভিড় লক্ষ্য করা গেল
ঝালদার চামরদাগ দুর্গাপূজা মন্ডপে আরতি ও অঞ্জলি দিতে ব্রতী দের ভিড় লক্ষ্য করা গেল। অন্যান্য বছরের মত এ বছরও ঝালদা থানা এলাকার চামরদাগ মহাবীর ক্লাব ১৬ আনা দুর্গা পূজা কমিটির তত্ত্বাবধানে পূজা সারম্বরে আয়োজিত হচ্ছে। সরকারি অনুদান এবং গ্রামবাসীদের সহযোগিতায় পূজা, ধুমধাম সহকারে পালিত হচ্ছে। বিভিন্ন সাংস্কৃতি মূলক অনুষ্ঠানের আয়োজন রয়েছে বলে মঙ্গলবার বিকেল চারটা নাগাদ পূজা কমিটির সদস্যরা জানান আজ মহা অষ্টমীর দিনে আরতি ও পুষ্পাঞ্জলি দিতে ব্রতিদের ভিড় লক্ষ্