রতুয়া ২: সরকারি কাজে অনিয়ম স্বজনপোষণের অভিযোগ সামসি গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে
Ratua 2, Maldah | Sep 15, 2025 সরকারি কাজে স্বজন পোষণ অনিয়ম করার অভিযোগ উঠল সামসি গ্রাম পঞ্চায়েত প্রধান মনীষা দাসের বিরুদ্ধে। ঘটনায় জেলা ও মহুকুমা প্রশাসনের কাছে লিখিতভাবে অভিযোগ দায়ের করল ঠিকাদার সহ স্থানীয়দের একাংশ। পঞ্চায়েতের স্থায়ী নির্মাণ সহায়ক কে বসিয়ে রেখে অন্য পঞ্চায়েতের নির্মাণ সহায়ক দিয়ে কাজ করানো হচ্ছে। গোপনে টেন্ডার করা হচ্ছে এবং নিজের পছন্দের লোককে কাজ দেওয়া হচ্ছে বলে অভিযোগ প্রধানের বিরুদ্ধে। বিভিন্ন কাজ থেকে বঞ্চিত করেছে স্থানীয় ঠিকাদারদের বলেই অভিযোগ।