রাইপুর: সিমলাপালে গণ ভাইফোঁটার আয়োজন, উপস্থিত বিধায়ক
Raipur, Bankura | Oct 23, 2025 ভাতৃদ্বিতীয়া উপলক্ষে সিমলাপাল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো গণ ভাইফোঁটা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালডাংরা বিধানসভার বিধায়ক ফাল্গুনী সিংহ, ব্লক সভাপতি সৌমেন পাত্র সহ স্থানীয় নেতৃত্ব। সকাল থেকেই ভিড় জমে যায় ব্লক কার্যালয়ে। হাসি-আনন্দে মেতে ওঠেন সকলে। মহিলা নেতৃত্বরা ভাইদের কপালে ফোঁটা দিয়ে মঙ্গল কামনা করেন। সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ে গোটা সিমলাপাল ব্লকে।