ইলামবাজার: ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলি অজয় নদে শ্রাবণের শেষ সোমবারে বাবা মহাদেবের মাথায় জল ঢালার ভক্তদের ভিড় উপচে পড়ে
ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলী অজয় নদে শ্রাবণের শেষ সোমবারে বাবা মহাদেবের মাথায় জল ঢালার ভক্তদের ভিড় চোখে পড়ার মতো সেই ছবি দেখা যায় বিকাল ৫টা নাগাদ।বাবা মহাদেবের মাথায় জল ঢালাকে কেন্দ্র করে যাতে করে কোনরকম অপ্রীতিকর ঘটনা এবং বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তার জন্য জয়দেব কেন্দুলী এবং ইলামবাজার থানার প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি এবং নিরাপত্তা রাখা হয়।