ময়ূরেশ্বর ২: ছোট ডিবুরে রহস্য মৃ*ত্যু ঘিরে চাঞ্চল্য, ঘটনায় আটক ৩
ছোট ডিবুরে রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। ঘটনাকে ঘিরে তিন অভিযুক্তকে আটক করেছে ময়ূরেশ্বর থানার পুলিশ। পরবর্তীতে গ্রামবাসীর কাছে জেরার মুখে পড়েছে অভিযুক্তের শাশুড়ি। এ বিষয়ে স্থানীয় সূত্রে জানা যায় মৃত চরণ মণ্ডল প্রত্যেক দিনের মতো গতকালও নিজের কাজের জায়গা ছোট ডিবুরের আলুর সেটে গিয়েছিলেন কাজ করতে তবে অন্যান্য দিন যে টাইমে তিনি বাড়ি ফেরেন সেই টাইমে বাড়ি না ফেরাই বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে।