বড়ঞা: পারিশ্রমিক না বাড়ায় ক্ষোভ, বড়ঞা ব্লকের আশা কর্মীদের পালস পোলিও বয়কট
মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকে রবিবার সকালে চাঞ্চল্যকর পরিস্থিতি। সরকারি পালস পোলিও কর্মসূচির দিনেই বয়কটের ডাক দিলেন বড়ঞা ব্লকের আশা কর্মী। এদিন বড়ঞা ব্লক অফিসের সামনে জড়ো হন পচিমবঙ্গ আশা কর্মী ইউনিনিয়নের আশা কর্মীরা। রবিবার সকাল ১১টা নাগাদ আশা কর্মীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে সরকারের পক্ষ থেকে তাঁদের ন্যায্য পারিশ্রমিক বৃদ্ধি করা হচ্ছে না। একইসঙ্গে তাঁরা বিভিন্ন ভাতা, প্রণোদনা ও কাজের নিরাপত্তা সংক্রান্ত দাবি জানিয়ে আসছেন, কিন্তু তা আজও পূরণ হয়নি।