আজ ১৯শে ডিসেম্বর আনুমানিক বেলার দিকে বল্লভপুরের আমার কুটির পিকনিক স্পট সংলগ্ন কোপাই নদীর পাড় বাঁধার কাজ শুরু করেছে সেচ দপ্তর। ওই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে একটি বেসরকারি এজেন্সিকে। তবে কাজের পদ্ধতি ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। অভিযোগ, বনদপ্তর এর কোন অনুমতি ছাড়াই বহু পুরনো গাছ কেটে ফেলা হয়েছে। শুধু তাই নয়, জল আটকাতে কোপাই নদীর বুকে তৈরি করা হয়েছে ক্রস বাঁধ। সেই বাঁধকেই কার্যত রাস্তা হিসেবে ব্যবহার করে নদী থেকে অবৈধভাবে বালি তুলে এক পার থেকে অন্য প