করিমপুর ২: করিমপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে আগামী ১৪ ই নভেম্বর অনুষ্ঠিত হবে যাত্রাপালা, স্থান পরিদর্শন করলেন BDO
করিমপুর দুই নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে আগামী 14ই নভেম্বর কিশোরপুর ফুটবল ময়দানে অনুষ্ঠিত হবে কলকাতার বিখ্যাত নাট্য দলের বিশেষ যাত্রাপালা অশ্রু দিয়ে লেখা। সেই উপলক্ষে মঙ্গলবার কিশোরপুর ফুটবল ময়দান পরিদর্শন করলেন করিমপুর ২ সমষ্টি উন্নয়ন আধিকারিক সুপ্রতীক মজুমদার, করিমপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি ফুলন দেবী হালদার, সহ-সভাপতি সাজেজুল হক সহ অন্যান্যরা। করিমপুর ২ সমিতির উদ্যোগে এই যাত্রাপালায় সাধারণ মানুষ বিনামূল্যে দেখতে পাবে।