ঠাকুরপুকুর-মহেশতলা: মোল্লার গেট রামকৃষ্ণ সেবা সংঘের পক্ষ থেকে মহানবমীর পুজোর আয়োজন করা হয় ভিড় জমায় এলাকাবাসীরা
মহেশতলা ঠাকুরপুকুর ব্লকের অন্তর্গত মোল্লার গেট রামকৃষ্ণ সেবা সংঘের পক্ষ থেকে দুর্গা পূজার আয়োজন করা হয়, দুর্গা পূজার মহানবমীর পুণ্য লগ্নে বিশেষ পুজোর আয়োজন করে পুজো উদ্যোক্তারা। মহা নবমীর এই বিশেষ পুজোয় শামিল হয় এলাকার মানুষজনেরা এবং পুজো কমিটির সদস্যরা।