পুঞ্চা: কেন্দায় রামকৃষ্ণ সারদা মিশন স্কুলের হোস্টেলে ছাত্রের রহস্য মৃত্যুর ঘটনায় পরিবারের কাছে পৌছালেন বিজেপির জেলা নেতৃত্বরা
কেন্দায় রামকৃষ্ণ সারদা মিশন স্কুলের হোস্টেলের ছাত্রের রহস্য মৃত্যুর ঘটনায় পরিবারের কাছে পৌছালেন বিজেপির জেলা নেতৃত্বরা। মঙ্গলবার আনুমানিক বিকেল পাঁচটা নাগাদ কেন্দা গ্রামে মৃত শম্ভু কুম্ভকারের বাড়ি পৌঁছান বিজেপির পুরুলিয়া জেলা সভাপতি শঙ্কর মাহাতো।সাথে ছিলেন জেলা সেক্রেটারী ময়না মূর্মু,মন্ডল সভাপতি হীরালাল মাঝি সহ দলীয় কর্মীরা।পরবর্তীকালে কেন্দা থানায় উপস্থিত হন বিজেপির জেলা নেতৃত্বরা এবং উপযুক্ত তদন্তের দাবী জানান পুলিশ আধিকারিকদের কাছে।