উত্তর দমদম পৌরসভার এক নম্বর ওয়ার্ড, ওল্ড বাকরায় গিয়ে দেখা গেল, একাধিক বাড়িতে তালা ঝুলছে। এলাকার অধিকাংশ বাসিন্দাই নিত্যদিনের খেটে খাওয়া মানুষ— কেউ কাগজ কুড়োনোর কাজ করেন, কেউ আবার অন্যের বাড়িতে গৃহসহায়িকার কাজ করে সংসার চালান। কিন্তু গত কয়েক দিন ধরে এই শ্রমজীবী পরিবারের বেশ কিছু বাড়ি ফাঁকা। যেসব বাড়িতে একসময় দৈনন্দিন কোলাহল শোনা যেত, সেগুলোর দরজায় এখন ঝুলছে তালা।