গাজোল: পোলা ডাঙ্গা সাবিত্রী যুব সংঘের 48 প্রহর ব্যাপী ১ নাম ও পদাবলী লীলা কীর্তন অনুষ্ঠান জমে উঠেছে
Gazole, Maldah | Nov 11, 2025 গাজোলের সালাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতর পোলা ডাঙ্গা গ্রামে সাবিত্রী যুব সংঘের পরিচালনায় 48 প্রহর ব্যাপী নাম ও পদাবলী লীলা কীর্তন অনুষ্ঠানে উপস্থিত মালদা জেলা তথা গাজোলের বিশিষ্ট সমাজসেবী রাজু সিং এই মহৎ ধর্মীয় অনুষ্ঠানে এসে কমিটির হাতে এক লক্ষ টাকার চেক তুলে দেন। এর পাশাপাশি মন্দির নির্মাণনের জন্য যে অসমাপ্ত কাজ রয়েছে সেগুলির জন্য যে ব্যয় প্রয়োজন হবে সেগুলোর জন্য তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেবেন বলে তিনি জানান। মঙ্গলবার সন্ধ্যা ৭ টা নাগাদ জানা গিয়েছে উ