আমতা ২: ঝিখিরাতে ঝিখিরা বাস মালিক সংগঠন ও কর্মচারী পরিবারের উদ্যোগে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির উপস্থিত বিধায়ক
Amta 2, Howrah | Sep 17, 2025 হাওড়া আমতা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ঝিখিরা ঝিখিরা বাস মালিক সংগঠন ও কর্মচারী পরিবারের উদ্যোগে বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঝিখিরাতে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির বুধবার আনুমানিক এগারটা ত্রিশ নাগাদ এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আমতা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পাল মহাশয়।ঝিখিরা বাস মালিক সংগঠন ও কর্মচারী পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে এই রক্তদান শিবিরের রক্তদান করেছেন ৮২ জন রক্তদাতা