হবিবপুর: প্রাকৃতিক দুর্যোগে স্থগিত বুলবুলচন্ডী বাজার সার্বজনীন কালী প্রতিমার নিরঞ্জন, তবুও মেলায় উপচে পড়া ভিড়
মালদা জেলার ঐতিহ্যবাহী বুলবুলচন্ডী বাজার সার্বজনীন কালী প্রতিমার নিরঞ্জন আজ, রবিবার হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে অনুষ্ঠানটি স্থগিত রাখা হয়েছে। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী শুক্রবার নিরঞ্জন সম্পন্ন হবে।তবে এখনও চলছে মেলা। প্রতিমা দর্শনের জন্য আশপাশের এলাকা ছাড়াও বহুদূর থেকে ভক্ত ও দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন।