মাটিগাড়া: শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন ডাম্পিং গ্রাউন্ড এলাকায় এক যুবকের রহস্যজনক মৃতদেহ উদ্ধার
শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন ডাম্পিং গ্রাউন্ড এলাকার কাছে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম শ্রীরাম বর্মন, তিনি এনজিপি এলাকার বাসিন্দা। দীর্ঘ কয়েক বছর ধরে স্থানীয় একটি গ্যারেজে কাজ করতেন তিনি। জানা গেছে, বিশ্বকর্মা পূজার কারণে গতকাল রাতে গ্যারেজ পরিষ্কার করে খাওয়া-দাওয়া শেষ করে বেরিয়ে যান শ্রীরাম। এরপর থেকে বাড়ি না ফেরায় পরিবারের সন্দেহ হয়।