খানাকুল ১: কুশালী গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড,ক্ষতিগ্রস্থ চারটি বাড়ি,অসুস্থ দুই মহিলা সহ তিন জন
খানাকুলের কুশালী গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে মঙ্গলবার রাতে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।অগ্নীকান্ডের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে 4টি বাড়ি।ঘটনায় অসুস্থ 2 মহিলা সহ 3 জন।স্থানীয়দের দাবি,কালীপুজো উপলক্ষে আতসবাজি ও মোমবাতি জ্বালাছিল বাচ্ছারা।সেই আগুন বাড়ির ছাদের পাটকাঠি ও জ্বালানিতে গিয়ে পড়ে আগুন লাগে।মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে।এলাকার বাসিন্দা ও পুলিশের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।অসুস্থদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।বিধায়ক ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।