বালি-জগাছা: শিবপুর বোটানিক্যাল গার্ডেনে সার্ভে অফ ইন্ডিয়ার উদ্যোগে চালু হলো আন্টার্টিকা গ্যালারি ও গবেষণা কেন্দ্র
বোটানিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার উদ্যোগে চালু হলো দেশের প্রথম আন্টারটিকা গ্যালারি ও গবেষণা কেন্দ্র।হাওড়ার শিবপুর সেন্ট্রাল বোটানিক্যাল ল্যাবরেটরিতে এই গ্যালারি চালু হলো। ১৯৯৬ সাল থেকে আন্টারটিকায় গবেষণা করে আসছে বোটানিক্যাল সার্ভে অব ইন্ডিয়া।ভারতী,মৈত্রেয়ী ও দক্ষিণ গংগোত্রী নামে তিনটি গবেষণা কেন্দ্র তৈরী করে ভারত।এখানে কোনো বড় গাছপালা জন্মায় না।জন্মায় শৈবাল জাতীয় উদ্ভিদ।যেগুলো মধ্যে অনেক প্রজাতি খালি চোখে দেখা যায়না।