আর্থিক ভাবে পিছিয়ে পড়া এক হাজার মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ, অল ইন্ডিয়া উদ্বাস্তু ইউনিয়ন সমিতি ও আরহম যুবা গ্রুপের উদ্যোগে কাটাগঞ্জ বি আর আম্বেদকর ক্লাবের সহোযোগিতায় রবিবার সকাল থেকে আর্থিক ভাবে পিছিয়ে পড়া একহাজার মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ এবং দুপুরে একবেলা আহারের আয়োজন করা হয়। সেবা হোক মুল ধর্ম, তাই মানুষের পাশে থেকে সারা বছর সেবা করে চলেছে উদ্যোক্তারা। আজ গয়েশপুর পৌরসভার ১২ নং ওয়ার্ডে বি আর আম্বেদকর ক্লাবের মাঠে এই মেগা সেবা কর্মসূচি সংগ