বরজোড়া: প্রাচীন দুর্গাপুথি মেনে প্রায় ২২১ বছরের পুরনো মালিয়ার গ্রামের ব্যানার্জী বাড়ির সপ্তমীর পুজো অনুষ্ঠিত হল
বড়জোড়া ব্লকের অন্তর্গত মালিয়ার গ্রামে ব্যানার্জী বাড়ি দুর্গাপুজো প্রাচীন রীতিনীতি মেনে মহা সপ্তমী পুজো অনুষ্ঠিত হল। এই পুজো প্রায় 221 বছরের পুজো। এই পুজো বাইরের থেকে সেরকম লোকজন আসেন না বলেই জানায় বাড়িরই কর্তা।এই পুজো প্রাচীন দুর্গা পুঁথি মেনেই হয়।আজ মহাসপ্তমী তে নবপত্রিকা আনা থেকে শুরু করে সমস্ত দুর্গাপূথি মেনেই হচ্ছে।