কালীগঞ্জ: বড় চাঁদঘর পঞ্চায়েতের শীতলপুরে এলাকার মানুষ এবং দলীয় কর্মীদের সঙ্গে বিশেষ সভা করলেন পঞ্চায়েত সমিতির সভাপতি
Kaliganj, Nadia | Oct 24, 2025 কালীগঞ্জের বড় চাঁদ ঘর পঞ্চায়েতের শীতলপুর দুর্গমন্দির বারোয়ারি কমিটির মন্দির চত্বরে এলাকার মানুষদের সঙ্গে এবং দলীয় কর্মীদের নিয়ে বিশেষ সভা করলেন কালিগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি শেফালী খাতুন, উপস্থিত ছিলেন বড় চাঁদ ঘর পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। এই আলোচনা সভায় এলাকার উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় এবং এলাকার মানুষের অভাব অভিযোগের কথা শুনে তারা, এছাড়াও বেশ কিছু দুস্থদের হাতে ত্রিপল তুলে দেন পঞ্চায়েত সমিতির সভাপতি।