ক্যানিং ১: ঘুটিয়ারির ঋতু মিস্ত্রিকে রক্ত দিয়ে বাঁচালেন ক্যানিং এর অভিজিৎ নস্কর
থ্যালাসেমিয়া আক্রান্ত ঘুটিয়ারী শরীফের বাসিন্দা ঋতু মিস্ত্রি গত ষষ্ঠীর দিন থেকে রক্তের জন্য ক্যানিং মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকে ঘুরছিলেন। কিন্তু তিনি রক্ত পান নি। বিষয়টি জানতে পেরে ক্যানিং এর বাসিন্দা অভিজিৎ নস্কর বুধবার বিকেলে রক্ত দেন।