শীতলকুচি: শীতলকুচির বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল পুলিশ
শুক্রবার পুলিশ সূত্রে এ কথা জানা যায়। জানা যায় গতকাল রাতে শীতলকুচি ব্লকের বিভিন্ন বাজারে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করে শীতলকুচি থানার পুলিশ। দুদিন পরেই কালীপূজা। আর এই কালীপূজায় বিভিন্ন এলাকায় শব্দবাজি ফাটানো হয়। এই শব্দবাজির ফলে পরিবেশ যেমন দূষণ হয় তেমনি বিভিন্ন জায়গায় দুর্ঘটনার আশঙ্কা থাকে সেই পরিপ্রেক্ষিত শীতলকুচির বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে নিষিদ্ধ বিপুল পরিমাণ শব্দবাজি উদ্ধার করে বাজেয়াপ্ত করল পুলিশ।