ইংরেজবাজার: মহা অষ্টমীর সন্ধ্যায় রবীন্দ্র এভিনিউ এলাকায় দিলীপ স্মৃতি সঙ্গের মণ্ডপে দর্শনার্থীদের ভিড়
মহা অষ্টমীর সন্ধ্যা নামতেই যেন জনসমুদ্র দর্শনার্থীদের। মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ছটার পর থেকেই মালদার রবীন্দ্র এভিনিউ এলাকায় দিলীপ স্মৃতি সংঘ পূজা মন্ডপে দর্শনার্থীদের ভিড় দেখা গেল চোখে পড়ার মতো। এবছর তাদের পুজোর থিম ফুটপাতই জীবন। ফুটপাতের জীবন কাহিনী মডেলের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে গোটা মন্ডপ সজ্জায়।