তেহট্ট ১: বাগাডোবা বিলে জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির ,রাখা হলো তেহট্ট মহকুমা হাসপাতালের মর্গে
থানাপাড়া থানা এলাকার ধোরাদহ গ্রামের বাসিন্দা দিলীপ সাহা বয়স ৭৪, বাঘাডোবা এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন এবং বাঘাডোবা বিলের স্নান করতে যায় তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। মঙ্গলবার সকাল আনুমানিক দশটার দিকে বাঘাডোবাট দিলে জলে মৃত অবস্থায় দিলীপ সাহাকে ভাসতে দেখা যায়। এরপরে তেহট্ট থানার পুলিশ দিলীপ সাহার মৃতদেহ উদ্ধার করে এবং তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে আসে।