সীমলাপাল: সিমলাপাল বিক্রমপুর রাস্তার উপর তৈরি হওয়া গর্তে জমা জলে ধানের চারা পুঁতে ও মাছ ছেড়ে পথ অবরোধ করলেন বিজেপি কর্মীরা
বেহাল রাস্তার, তাই ধানের চারা পুতে ও মাছ ছেড়ে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা। বাঁকুড়া ঝাড়গ্রাম 9 নম্বর রাজ্য সড়ক বেহাল অবস্থা। রাস্তায় নিম্ন মানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে তারই প্রতিবাদে আজ জমা জলে ধানের চারা পুঁতে ও মাছ ছেড়ে প্রতিবাদ কর্মসূচি করলেন। তালডাঙরা মন্ডল 3 এর ডাকে এই বিক্ষোভ কর্মসূচি করা হয়।