বর্ধমান ১: গলসি থানার বাহিরঘন্ন্যা গ্রামে উঠানে শুয়ে থাকা অবস্থায় বিষধর ডোমনা চিতি সাপের কামড়ে মৃত্যু হল বৃদ্ধার
গলসি থানার বাহিরঘন্ন্যা গ্রামে উঠানে শুয়ে থাকা অবস্থায় বিষধর ডোমনা চিতি সাপের কামড়ে মৃত্যু হল বৃদ্ধার। মৃতের নাম সামসুরা সেখ(৬৮) বাহির ঘন্ন্যা গ্রামে তার বাড়ি। মৃতের পরিবার সূত্রে জানা গেছে আজ বুধবার সকালে বাড়ির উঠানে শুয়ে থাকার সময় শাড়ির ভেতরে সাপ ঢুকে গিয়ে বায পায়ে কামড়ে ধরে থাকলে কোনরকমে ওই বৃদ্ধা সাপটিকে ধরে ছুড়ে ফেলে।ঘটনার কথা তার আত্মীয়রা জানতে পেরে তাকে চিকিৎসার জন্য নিয়ে আসে Bmch সেখানেই চিকিৎসক জানান বিষধর সাপে তাকে কামড়েছে